পাহাড়ের পথ যে সাবধানে পেরতে হয় তা বুঝিয়ে দিল একটি দুর্ঘটনা। একটু এদিক ওদিক হলেই বিপদ। পাহাড় থেকে চলন্ত একটি যাত্রীবাহী ৫০০ ফুট উপর থেকে পড়ল গভীর খাদে। ফলে মৃত্যু হল ৪৪ জনের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কুলু জেলায়। কুলুর বানজার পাহাড়ি এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। হিমাচল সরকার জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটির ছাদে বেশ কিছু যাত্রী সওয়ার ছিলেন। বাড়তে পারে মৃতের সংখ্যা।
জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। বানজার থেকে গাড়াগুসানির উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। যাত্রাপথে প্রায় ৫০০ ফুট গভীর খাদে যায় বাসটি। কুলুর পুলিশ প্রধান শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সরকারি আধিকারিক শীতল কুমার জানিয়েছেন যে, বাসটি সম্ভবত অত্যন্ত দ্র”তগতিতে চালানো হচ্ছিল এবং এতে পরিবহন ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। প্রাথমিকভাবে এ দু’টো কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct