এবার থেকে হুয়াওয়াই মোবাইল ফোনে কোনো সমস্যা হলে তারা টাকা ফেরত দেবে। এদিন চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি বিশেষ ওয়ারেন্টির আওতায় টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করেছে। হুয়াওয়াই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ এই ওয়ারেন্টি পরিষেবা নতুন ফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেবলমাত্র অ্যাপ সংক্রান্ত সমস্যা হলেই শতভাগ টাকা ফেরত দেওয়া হবে। যারা হুয়াওয়াইয়ের ডিভাইস কিনবেন, তারা গুগলের পরিষেবা, যেমন- গুগল প্লে, জিমেইল, গুগল ম্যাপ, গুগল গ্যালারি, ক্রোম, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়লে টাকা ফেরত পাবেন। এ জন্য প্রমাণসহ অভিযোগ করতে হবে। অ্যাকসেসরিজসহ অরিজিনাল প্যাকেজিং, বক্স, ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড ও ক্যাশমেমো থাকতে হবে। অভিযোগের ১০ দিনের মধ্যে শর্ত সাপেক্ষে টাকা ফেরতের নিশ্চয়তা দেবে সংস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct