পরকীয়ায় আসক্ত স্বামীরা আর নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন না। এদিন এমনই নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। সেই রায়ে বলা হয়, 'একটি বিয়েতে কেবল ক্ষতিগ্রস্ত পক্ষই চাইলে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবেন।' পরিচালক হং স্যাং-সু ২০১৬ সালে একটি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দেয়। কান চল্লচ্চিত্র উৎসবসহ বিভিন্ন উৎসবে নিয়মিত প্রদর্শিত ও প্রশংসিত হয় হং সাং-সুর চলচ্চিত্রগুলো। অভিনেত্রী কিম মিন-হির সঙ্গে তার সম্পর্ক প্রকাশ পাওয়ার পরপরই বিচ্ছেদের আবেদন জানান। কিন্তু, হংয়ের স্ত্রী বিচ্ছেদে রাজি না হওয়ায় দীর্ঘ একটি আইনি লড়াই শুরু হয় এই তারকা দম্পতির মধ্যে। এদিন সিউলের পারিবারিক আদালত হংয়ের আবেদন নাকচ করে তাকে জরিমানা করেন। সেখানে এখন পরকীয়াকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা না হলেও এটি সামাজিকভাবে দারুণ নিন্দিত। ব্যাভিচারের বিরুদ্ধে আইন করা হয়েছিল মূলত মহিলাদের অধিকার রক্ষায়। কারণ, সেখানে কেবল বিয়েই মহিলাদের আইনি সুরক্ষা দিতে পারে। সেখানে বেশিরভাগ মেয়েরই কোনো স্বাধীন উপার্জন ছিল না। ডিভোর্স সেখানে মেয়েদের জন্য ব্যাপক সামাজিক নিগ্রহের কারণ হয়ে ওঠে। দক্ষিণ কোরিয়ার বিচারকরা বলেছেন, অবিশ্বস্ত স্বামীরা কোনো ন্যায্য অভিযোগ ছাড়া ডিভোর্স দিতে পারলে মহিলারা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct