ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েককে আগামী ৩১ জুলাইয়ের আগেই হাজিরার নির্দেশ দিয়েছে ভারতীয় বিশেষ একটি আদালত। ১৯৩ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে জাকির নায়েকের ওপর। বর্তমানে তিনি মালেশিয়ায় রয়েছেন। এদিন আদালত জানিয়ে দিয়েছে, আগামী ৩১ জুলাই এর মধ্যে আদালতে উপস্থিত না হলে জাকির নায়েকের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর চার্জশিট প্রদানের ভিত্তিতে এই রায় দেন বিচারক প্রশান্ত পি রাজবিদ্যা। এই মামলায় অপর অভিযুক্ত আবুল সাথাক এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct