গত মঙ্গলবার জাপানের উত্তরপশ্চিমে ভূমিকম্প আঘাত হানার পর এবার সেখানে সুনামি সতর্কতা জারি হয়েছে। টোকিওর উত্তরে জাপান সমুদ্রের উপকূলে তিন ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। জাপান কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই অঞ্চলে বুলেট ট্রেন সার্ভিস বন্ধ করে দিয়েছে। এর আগে ভূমিকম্পের পর প্রায় ২০০ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু ঢেউ ইতিমধ্যেই দেশটির উত্তরপশ্চিমে ইয়ামাগাতা ও নিগাতার উপকূলে পৌঁছে গিয়েছে। জাপান প্যাসিফিক ‘রিং অফ ফায়ার’ এর ওপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প ও অগ্নুৎপাত প্রবণ এলাকা। এর আগে ২০১১ সালে প্যাসিফিক ওসেন বা প্রশান্ত মহাসাগরে ৯.০ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct