এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাতছাড়া হয়েছে উত্তরপ্রদেশের আমেথি আসনটি। সেখানে রাহুল গান্ধিকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। রাহুলের এই হার নিয়ে কংগ্রেস তদন্ত চালালেও হারে কারণ খুঁজে পেয়েছে যোগগুরু রামদেব বাবাজি। তবে, রাহুল গান্ধি আমেথিতে হারলেও কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তবু আমেথির হার এক বড় ধাক্কা কংগ্রেসের কাছে। শুধু আমেথিতে কংগ্রেসের হার নয়, দেশজুড়ে কংগ্রেসের খারাপ ফল কেন তার বিশ্লেষণ করেও ফেলেছেন বিজেপি ঘনিষ্ঠ রামদেব।
যোগগুরু বাবা রামদেব বলেছেন,কংগ্রেস লোকসভা নির্বাচনে হেরেছে, তার কারণ কংগ্রেস সভাপতি কখনও যোগাসন করেননি। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের আগে কংগ্রেসের হারের কারণ তুলে ধরে তিনি নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার কারণ নাকি মোদির প্রিয় যোগাসন। আর তা জনপ্রিয়তা পেয়েছে।
তিনি বলেন, মোদি জনসাধারণের মধ্যে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা ও উপকারিতা ছড়িয়ে দিয়েছেন। তিনি প্রশংসা করেছেন নেহরুজি ও ইন্দিরাজিরও। তাঁরাও যোগব্যায়াম করতেন বলে তিনি জানান। আর তার জন্যই তাকি তারা সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। সেক্ষেত্রে রাহুল গান্ধী যোগব্যায়াম না করায় হারের মুখ দেখেছেন।
যদিও রামদেবের এই বক্তব্য তাঁর এক বছর আগে করা এক মন্তব্যের সঙ্গে মেলে না। এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে রামদেব বলেছিলেনরাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও নিয়মিত যোগব্যায়াম করেন। এখন তিনি বলছেন, রাহুল যোগাসন করেননি, তাই হারছেন।
আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রামদেব এক অনুষ্ঠানে এসে একথা বলেন। রামদেব হরিদ্বারের গঙ্গার তীরে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাজার হাজার মানুষকে নিয়ে যোগাসন করে থাকেন। এবার তিনি এই অনুষ্ঠানে এসে যোগাসনে আন্তর্জাতিক দিবসের আগে রাহুল ও মোদীকে নিয়ে মন্তব্য করলেন রামদেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct