এবার ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট-সংক্রান্ত মামলায় গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের দুর্নীতি দমন কমিশন। হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কমিশনের পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বু্যরোর একটি দল। সঙ্গে ছিল পুলিশ বাহিনীর সদস্যরাও। পাকিস্তানের বাইরে টাকা পাঠানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট চালু রাখার অভিযোগে সোমবারই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এনএবি। এরপর তার বাড়িতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন শাখার একটি দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct