সুপার সাইক্লোন ফণীর পর এবার ভারতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। প্রবল শক্তি নিয়ে ক্রমশ ভারতের উত্তরের দিকে অগ্রসর হচ্ছে বায়ু। আগামী ১৩ জুন গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবা এলাকায় ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই আরব সাগর উপকূলবর্তী এলাকায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। কেরালা, কর্নাটক এবং দক্ষিণ মহারাষ্ট্রের উপকূলে ঝড়ের প্রভাব পড়তে পারে। বুধবার সকালেই গুজরাটের উপকূলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগর, কেরালা, কর্নাটক উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। গত এপ্রিলের শেষে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিস্তৃণ অঞ্চলে তাণ্ডব চালায় ‘সুপার সাইক্লোন ফণী’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct