তাজ্জব করার মতো কাণ্ড ঘটল পশ্চিম উরুগুয়ের পায়সান্ডু শহরতলিতে। গাড়ি চালিয়ে আসছিলেন এক মহিলা। তাকে আটকালেন এক ট্রাফিক সার্জেন্ট। কারণ, তিনি অতীব সুন্দরী। তার এই সৌন্দর্য্যের জন্য তাকে জরিমানাও করলেন ওই ট্রাফিক সার্জেন্ট। সুন্দরী ওই মহিলাকে দেখা মাত্রই ক্লিন বোল্ড হয়ে যান ওই ট্রাফিক সার্জেন্ট। জরিমানার কাগজের উল্টো পিঠে ‘আই লাভ ইউ’ লিখে বসলেন তিনি। আর এই সব করার কারণ একটাই। যেভাবেই হোক সুন্দরী ওই মহিলার মনে একটু জায়গা খোঁজার। কিন্তু কখনও ঘূণাক্ষরেও টের পাননি যে , সেই জরিমানার কাগজটিই সোশ্যাল মিডিয়া সাইটে ভাইরাল হয়ে যাবে। যার ফলে ওই ট্রাফিক সার্জেন্টের এহেন কার্যকলাপ সবার সামনে চলে এলো। কেউ বলছেন, উনি যা করেছেন ঠিকই করেছেন। কেউ আবার মুখ বেঁকিয়েছেন। ক্ষমতার অপব্যবহার বলে ফুঁসে উঠেছেন কেউ কেউ ট্যুইটারে। ওই ট্রাফিক সার্জেন্টকে কাঠগড়ায় তুলে বলছেন, এই ভাবে মহিলাদকে যদি কোনও ট্রাফিক এজেন্ট হেনস্থা করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?