মোদি সরকার আসার পর জিএসটি নিয়ে কম হই চই হয়নি। এই জিএসটি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের অন্ত নেই। যদিও সেই ক্ষোভের কোনো প্রভাব পড়েনি এবারের লোকসভা ভোটে। বিজেপি সহজেই উৎরে গেছে। জিএসটি চালু যে সঠিক তা নিয়ে জোর সওয়াল করে গেছে।
জিএসটি কাউন্সিল সম্প্রতি তাদের ৩১তম মিটিংয়ে বসেছিল। তাতে সিদ্ধান্ত হয়েছে জিএসটি রিটার্ন নিয়ে নতুন নিয়ম জুলাই-সেপ্টেম্বর তিন মাস ট্রায়াল হিসেবে চালু হবে। প্রথমে চালু হবে অ্যানেক্সার-১ ও অ্যানেক্সার-২। অক্টোবর মাসে থেকে অ্যানেক্সার-১ বাধ্যতামূলক চালু হবে।সেক্ষেত্রে ফর্ম জিএসটিআর-১ এর পরিবর্তে চালু হবে ফর্ম জিএসটি অ্যানেক্সার-১।
যাদের বার্ষিক লেনদেন পাঁচ কোটি টাকার বেশি তাদেরকে অ্যানেক্সার-১ প্রতি মাসে আপলোড করতে হবে। আর যাদের কম তাদেরকে তিন মাস অন্তর আপলোড করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct