স্বাধীনতার পর ১৯৫০ সাল থেকে ১৯৭৭ পর্যন্ত শাসক করেছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই রেকর্ডও ভেঙে দেবেন। যতদিন না স্বাধীনতার শতবর্ষ হচ্ছে বিজেপিই, সেই ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব।
ত্রিপুরার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, পরিবারতন্ত্রের বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের অতীতের সকল ‘রেকর্ড’ ভেঙে দেবেন। স্বাধীনতার ১০০ বছর পর পর্যন্ত, অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি। নরেন্দ্র মোদীর জমানায় বেকারত্বের হার নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুললেও রাম মাধবের দাবি মোদীর ‘নতুন ইন্ডিয়া’য় কেউ গৃহহীন থাকবে না। দেশের কোনও ব্যক্তিকে কর্মহীন হয়ে থাকতে হবে না।