লন্ডনে একদিনের বিশ্বকাপের উত্তাপ যখন শুরু হয়েছে তখন সর্বকালের সেরা ক্রিকেট একাদশ ঘোষণা করলেন
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপ।
তার এই দলে স্থান পেয়েছেন চার ভারতীয়। তারা হলেন শচিন টেন্ডুলকার, রোহিত শর্মা, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। তবে বলার হিসেবে স্থান পেয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম।
বিশপের পছন্দ অনুযায়ী ওপেন করবেন শচিন টেন্ডুলকার ও রোহিত শর্মা। তিনে রয়েছেন ভিভিয়ান রিচার্ডস। বিশপের যুক্তি, ‘রিচার্ডস নিজের সময়ে ছিলেন সেরা। স্ট্রাইক রেট অসাধারণ। তাই রিচার্ডসই পছন্দ। চারে থাকবেন বিরাট কোহলি। ‘রান ও রেকর্ড করে দলকে জেতাচ্ছেন বিরাট কোহলি। তাই তাকে ছাড়া চার নম্বরে কাউকে ভাবেননি।
পাঁচে বিশপের পছন্দ দক্ষিণ আফ্রিকার এবিডি’ ভিলিয়ার্স।
তবে ছয় নম্বর জায়গায় দক্ষিণ আফ্রিকার লান্স ক্লুজনারকে রেখেছেন বিশপ।
সাতে উইকেটরক্ষক ধোনি। বিশপের মতে, ‘ব্যাটিং ভাল আর সেরা উইকেটরক্ষক ধোনি সেরা ফিনিশার।
দলে একমাত্র স্পিনার পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলাইন মোস্তাক। তিন ফাস্ট বোলার ওয়াসিম আকরাম, জোয়েল গার্নার ও গ্লেন ম্যাকগ্রাথ।
ইয়ান বিশপের পছন্দের একাদশ : শচিন টেন্ডুলকার, রোহিত শর্মা, ভিভিয়ান রিচার্ডস, বিরাট কোহলি, এবিডি’ ভিলিয়ার্স, লান্স ক্লুজনার, মহেন্দ্র সিং ধোনি, সাকলাইন মোস্তাক, ওয়াসিম আকরাম, জোয়েল গার্নার, গ্লেন ম্যাকগ্রাথ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct