ব্যাংক থেকে বারেবারে নগদ টাকা তোলা থেকে সাবধান। সারা বছরে মত ১০ লাখ টাকা ক্যাশ তুললেই দিতে হবে বিশেষ ট্যাক্স। কেন্দ্রীয় সরকার শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে। এমনিতেই এখন ব্যাংকে নগদ ৫০ হাজার টাকা জমা দিতে গেলে প্যান কার্ড লাগে। আর আধার কার্ড লিঙ্ক করতেই হয়। তাই সহজে বোঝা যাবে বছরে ১০ লাখ টাকা কারা তুলছে বা জমা দিচ্ছে। এর পিছনে যুক্তি হচ্ছে ডিজিটাল ব্যবহার বাড়ানো আর টাকা বা কাগজের ব্যবহার কমানো।
এছাড়া আরো এক পরিকল্পনা করছে কেন্দ্র। তা হল হাই ভ্যালু বা বড় অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে আধার অথেন্টিকিশন বাধ্যতামূলক করা। এসব করলেই নাকি কালো টাকা রোখা যাবে!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct