সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই তালিকায় যেমন তৃণমূল সমর্থক আছে তেমনি আছে বিজেপি সমর্থকও। এই ঘটনায় বিজেপির দুই সমর্থকের মৃত্যু নিয়ে সরগরম রাজনৈতিক মহল। ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র দফতর। খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু সব কিছুকে চাপিয়ে গেছে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সাক্ষাৎ। সোজা দিল্লি গিয়ে রাজ্যপাল আজ সোমবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কি আলোচনা হল প্রকাশ্যে না এলেও ধারণা করা হচ্ছে সন্দেশখালির বিষয় সহ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এই নিভৃতে আলোচনা উস্কে দিয়েছে পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে কিনা তা নিয়ে।
কয়েকদিন আগে বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন মমতার সরকার ২০২১ পর্যন্ত টিকবে কিনা তা সময় বলবে। পুরো সময় টিকবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এই বলেন বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে এলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি অমিত শাহ বলেছিলেন এবার তাদের লক্ষ্য বাংলায় বিজেপি শাসন। তাই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। দিল্লিতে জোর জল্পনা, রাজ্যপাল ফিরে এলেই যে কোনো সময় পশ্চিমবঙ্গে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct