বর্তমান সময়ে প্রত্যেকের কাছে খুবই কাজের এবং কাছের জিনিস হয়ে দাঁড়িয়েছে মোবাইল। এই মোবাইল ছাড়া এক পা চলা যেন কঠিনতম কাজ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। এর ফলে সাধারণের কাছে মোবাইল ফোনের ব্যবহার অনেক বেশি বেড়েছে। এতে স্বাভাবিকভাবে তড়িঘড়ি শেষ হচ্ছে মোবাইলের চার্জ। যখন তখন শেষ হয়ে যাচ্ছে মোবাইলের চার্জ। তবে এটা থেকে বাঁচার বিশেষ কিছু উপায়ও রয়েছে। এবার জেনে নিন সেই উপায়গুলি।
১. প্রথমে মাসে দুই থেকে তিনবার আপনার ফোনটিকে একবার ফ্যাক্টরি রিসেট করে নিন। ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই আপনার ইমেজ অথবা ফাইলস গুলোর ব্যাকআপ করে রাখুন।
২. ফ্যাক্টরি রিসেট করার পরে শুধু সেই অ্যাপ্লিকেশান গুলোই ব্যবহার করুন যেগুলো আপনি সর্বদা ব্যবহার করে থাকেন।
৩. অপ্রয়োজনীয় কোনো অ্যাপস ইন্সটল করা থেকে বিরত থাকুন।
৪. ব্যাটারির অপশন এ গিয়ে ব্যাটারির শক্তি কোথায় খরচ হচেছ দেখুন।
৫. টাচ ফিডব্যাক ভাইব্রেশন বন্ধ রাখুন।
৬. লোকেশন ফাইন্ডার অ্যাপ বন্ধ রাখুন।
৭. আপডেট রাখুন আপনার ফোন।
৮. অনস্ক্রিন উইডগেটকে ‘না বলুন’।
৯ . বন্ধ রাখুন অটো-সিঙ্ক।
১০. জিপিএস, ব্লুটুথ বন্ধ রাখুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct