আসিয়ানের ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট টিমের তৈরি করা খসড়ায় জানা গেল, আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের পাঁচ লক্ষ মানুষকে ফিরিয়ে নেবে মায়ানমার। আসিয়ানের ওই খসড়ায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় মায়ানমারের চলমান পদক্ষেপ নিয়ে প্রশংসা করা হয়েছে। শীঘ্রই প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করার কথা রয়েছে বলে জানা গিয়েছে। সেখানে আরও জানা গিয়েছে, মায়ানমার সরকারের কাছে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা পাঁচ লক্ষ যা বাংলাদেশ ও জাতিসঙ্ঘের হিসাবের অর্ধেক। আসিয়ানের খসড়ায় পাঁচ লক্ষ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে কাজ করার কথাই উঠে এসেছে। ওই প্রতিবেদন উদ্ধৃত করে জানা গিয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করা হলে পাঁচ লক্ষ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ করতে দুই বছরের মতো সময় লাগবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct