কাশ্মিরের পুলওয়ামার জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হাতে শুরু করে ভারতের। তারপর বালাকোট হামলার পর সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। ২৬ ফেব্রুয়ারির পর থেকে পাকিস্তান তাদের আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিরঘিস্তান যাত্রা নিয়ে। আগামী ১৩ ও ১৪ জুন কিরঘিস্তানের বিশকেকে শানঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট। তাতে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সমস্যা কিরঘিস্তান যাওয়ার আকাশপথ নিয়ে। কারণ বিশকেকে যেতে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে যেতে হয়। তাই ভারত পাকিস্তানকে অনুরোধ করেছে যাতে প্রধানমন্ত্রী মোদির কিরঘিস্তান সফরের জন্য পাক আকাশপথে ছাড় দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ মে বিশকেকে যাওয়ার জন্য সুষমা স্বরাজকে পাক আকাশ পথ ব্যবহারের অনুমতি দিয়েছিল পাকিস্তান। তবে এখনো মোদির যাত্রা নিয়ে পাক সরকারের তরফে কোনো সাড়া মেলেনি। যদি ভারতীয় অফিসারদের ধারণা, খুব শীঘ্রই পাক অনুমতি মিলবে। সমস্যা হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct