গ্রিস ও তুরস্কের উপকূল বরাবর এজিয়ান সাগরের কাছে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শুক্রবার ভোরে ৬ দশমিক ৫ রেখটার স্কেলের এই কম্পনে অন্তত দুইজন নিহত ও ১২০ জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে গ্রিসের কোস দ্বীপ। এই দ্বীপটি ব্রিটেনের ভ্রমণকারীদের কাছে অবসর কাটানোর সবচেয়ে প্রিয় স্থান। ভূমিকম্পের প্রাবল্যে জলের তোড়ে ছোট মাঝ ধরার নৌকা রাস্তায় উঠে পড়ার ঘটনা ঘটেছে। দুজনের মৃত্যুর খবর জানা গেলেও আহত বহু। ভূমিকম্পের পর প্রায় ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; কম্পনের পর হুডোহুডির মধ্যে এরা আঘাতপ্রাপ্ত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রদেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মেয়র ওসমান গুরুন জানিয়েছেন। ইউরোপের ভূমিকম্প বিষয়ক সংস্থা ইএমএসসি অল্প মাত্রার সুনামি হতে পারে এমন আশঙ্কা করলেও কর্মকর্কাদের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যমগুলো সাগরতীরে বড় বড় ঢেউ আছড়ে পড়ার কথা জানিয়েছে। এর আগে ২০১১ সালে দেশটির পূর্বাঞ্চলের প্রদেশ ভানে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৬০০ লোক মারা যায়। ১৯৯৯ সালে দেশটির জনবহুল উত্তরপশ্চিমে শক্তিশালী দুই ভূমিকম্পে মারা যায় ২০ হাজারেরও বেশি।