শেষ পযন্ত হুমকির মুখে বাতিল করা হয়েছে গরুর মাংসের তৈরি বিভিন্ন খাবারের মেলা। চলতি মাসের ২৩ তারিখে শেষ দিকে এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার একটি নামকারা রেস্তোরায়। অনুষ্ঠানের নাম কলকাতা বিফ ফেস্টিভ্যাল হলেও পরবর্তীতে নাম বদলে কলকাতা বিপ ফেস্টিভ্যাল করা হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মেলা বন্ধ করার হুমকি দিয়ে প্রায় ৩০০ ফোন পাওয়ার পর আয়োজকরা পিছিয়ে আসতে বাধ্য হন। তারা মেলা বাতিলের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে আয়োজকরা বলেন, 'মেলার নামে বিফ শব্দটি থাকাই হুমকিদাতাদের মূল আপত্তি। এজন্য তাদের বেশ কয়েকবার হুমকি ফোন পেয়েছিলাম।তারপর নাম বদলে দিলাম। তাতেও তারা ক্ষান্ত হলেন না। আমাদের একজনকে হুমকি দিয়ে প্রায় ৩০০ বার কল করা হয়েছে। আমরা আতঙ্কিত, কারণ সব কিছুই কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতির ওপর এখন আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এসব কারণে এ উৎসব বাতিল করলাম।