এবার গুগল ম্যাপ চালু করতে চলেছে নতুন একটি পরিষেবা। এই পরিষেবায় বর্তমানে সরাসরি ট্রেন এবং বাস এমনকি রিকশা চলাচলের দৃশ্যও প্রদর্শন করবে। গুগল ম্যাপের এই পরিষেবা অবশেষে চালু হতে চলেছে এ দেশে। এবার এখন থেকে ওই পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীরা বাস চলাচলের সময় দেখাতে পারবেন। সেই সঙ্গে সরাসরি যানবাহন চলাচলের আপডেট দেখাবে। এই নিউজটি গুগলের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সংস্থাটি। দিল্লি, বেঙ্গালারো, মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে, লক্ষৌ, চেন্নাই, মহিসুর ও সুরাটে এই পরিষেবা চালু করা হবে। পরবতী সময়ে কলকাতাতেও চালু হবে এই পরিষেবাটি। এতে সরাসরি ট্রেনের আপাডেটও পাওয়া যাবে। হোয়ার ইজ মাই ট্রেন নামক একটি অ্যাপের সাথে কাজ করে এই সেবাটি চালু করবে তারা। ওই অ্যাপের সকল তথ্য গুগল ম্যাপে যুক্ত করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct