লোকসভা নির্বাচনে বড় পরাজয়ের পরে কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল গান্ধী। তিনি চান দলিত বা নেহরু-গান্ধী পরিবারের বাইরে থেকে কেউ কংগ্রেসের হাল ধরুক। তাতেও নারাজ কংগ্রেস কোর কমিটি। রাহুল গান্ধীর অনড় অবস্থানের কথা উল্লেখ করে কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও অলিম্পিয়ক চ্যাম্পিয়ন আসলাম শের খান। নিজের ইচ্ছা জানিয়ে রাহুল গান্ধীকে চিঠিও পাঠিয়েছেন তিনি। এ বিষয়ে আসলাম বলেন, 'রাহুলকে চিঠি দেওয়া হয়েছে। যদি রাহুল এ পদ ধরে রাখতে চান, তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি পদ ছাড়তে চান তাহলে সেই পদে আমি বসতে রাজি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct