প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৩৭টি চিঠি লিখেছে ১৩ বছরের স্বার্থক ত্রিপাঠী। বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য।কিন্তু তার সে চিঠির উত্তর দেননি মোদি। এর আগেও মোদির কাছে সে চিঠি লিখেছিল ২০১৬ সালে। তখন তার বয়স ছিল দশ। গত তিন বছরে ৩৬টি চিঠি পাঠিয়েছে নরেন্দ্র মোদির কাছে। তবে হাল ছাড়েনি সে। চলতি সপ্তাহে দেশের প্রশাসনিক প্রধানের কাছে একই আরজি জানিয়ে ৩৭ তম চিঠি লিখেছে সে। সদ্য কিশোর হওয়া স্বার্থকের বাবা উত্তর প্রদেশ স্টক এক্সচেঞ্জের কর্মী। কর্মস্থলে অন্য সহকর্মীদের বিরুপ মনোভাবের কারণে মানসিক অশান্তিতে ভুগছেন। এমনই দাবি স্বার্থকের পরিবারের। অবিলম্বর চাকরির বদলি চাইছেন স্বার্থকের বাবা। এই চাকরির জন্য তিনি খুব সমস্যায় পড়েছেন। যার প্রভাব পড়েছে তাঁর সংসার জীবনে। ছোট্ট স্বার্থকের মনের মধ্যেও যা মারাত্মক প্রভাব ফেলেছে।সেই কারণেই ক্রমগত প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে চলেছে সে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct