ইউনিসেফের সমীক্ষায় এদিন উঠে এলো ভয়ানক এক তথ্য। ১৫ বছর বয়সের আগেই বিয়ের পিঁড়িতে বসছে বিশ্বের বহু ছেলেরা। আর তাতেই উদ্বিঘ্ন ইউনিসেফ। তাদের সমীক্ষায় উঠে এসেছে, ৫ শিশুর মধ্যে ১ জন বাল্য বিয়ের শিকার হয়। এমনকি গোটা বিশ্বে ১১৫ মিলিয়ন ছেলে ও ব্যক্তি ছোট বেলায় বিয়ে সেরে ফেলেছে। বিশ্বের ৪২টি দেশের মধ্যে বাল্য বিয়ে নিয়ে পরীক্ষা করে ইউনিসেফ। লাটিন আমেরিকা, ক্যারিবিয়ান, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় উপত্যকার দেশগুলি। পরীক্ষার পর সমীক্ষার প্রাপ্ত রিপোর্টে এমনটাই বলা হচ্ছে। এ ব্যাপারে ইউনিসেফের এগজিকিউটিভ ডিরেক্টর হেনিরিটা জানিয়েছেন, বড়দেরই এই বিষয়ে বেশি সচেতন হওয়া দরকার। তাঁদের সচেতনতার অভাবেই ঘটে যাচ্ছে অনেক কিছুই। যা প্রতিরোধ করার ক্ষমতা একটি রাষ্ট্রের থাকতে পারে না। বাল্য বিয়ের জেরে খুব কম বয়সেই বাবার মতো গুরু দায়িত্বে কাঁধে চেপে বসছে। পরিবারকে বাঁচাতে অল্প বয়সেই কর্মক্ষেত্র খোঁজা শুরু হয়। কিন্তু শিক্ষার অভাবে সেই হারে নিজের ইচ্ছা মতো কাজ শুরুও করতে পারেন না তাঁরা। ফলে বাড়ছে কর্মসংস্থান।
এদিকে দারিদ্র, প্রত্যন্ত এলাকা ও অশিক্ষার ফলেই বাল্য বিয়ের মতো মারাত্মক সামাজিক প্রথা এখনও রয়েছে গোটা বিশ্ব জুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct