সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ১০ বছর বয়সী মুর্তাজা কুরেইরিস নামেরে এক কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন করছে সৌদি আরব। মুর্তাজার বর্তমান বয়স ১৮ বছর। ২০১১ সালে ইসলামি গণজাগরণের উত্তাল সময়ে সৌদি রাজতন্ত্রের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্র দাবিতে সেই সময় দেশজুড়ে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, তার অংশ হিসেবেই মুর্তাজা কুরেইরিস তার বন্ধু-বান্ধবদের নিয়ে সাইকেল রাইডে নেমেছিল। মুর্তাজা তার সেই ৩০ জন বন্ধু বান্ধবের নেতৃত্ব দিচ্ছিলো। সেই সময় সৌদি সরকার এই অল্পবয়সী ছেলেটির জড়ো হওয়ার বিষয়টি ‘পর্যবেক্ষণ’ করে। ওই বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তিন বছর পর মুর্তাজাকে গ্রেফতার করে সৌদি পুলিশ। তখন মুর্তাজার বয়স ছিল ১৩। পরিবারের সঙ্গে বাহরাইনে চলে যাওয়ার সময় সীমান্তে তাকে গ্রেফতার করা হয়। প্রায় চার বছর ‘বিচার-পূর্ব কারাভোগ’ করানোর পর এখন মুর্তাজাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে চায় সৌদি আরব সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct