কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার বৈঠকের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদি এ ব্যাপারে এখনো আশাব্যঞ্জক সাড়া দেননি। দাবী পাকিস্তানের সংবাদমাধ্যমের। লোকসভা নির্বাচনে জয় পাওয়ার পর এর আগে মোট দু্'বার মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে যেতে মোদির প্রতি আহ্বান জানান ইমরান। জবাবে মোদি বলেন, সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলাটা আগে জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই কাশ্মীর নিয়ে আলোচনা চেয়ে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৩ থেকে ১৪ জুন কিরগিজস্তানে বিশ্ব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে ভারত। সেখানে থাকছে পাকিস্তানও। যদিও ভারত জানিয়ে দিয়েছে, ওই সম্মেলনে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠকে হবে না। ভারতের ওই ঘোষণার পরই আলোচনার প্রস্তাব এল ইমরান খানের পক্ষ থেকে। চিঠিতে এ প্রসঙ্গ তুলে ইমরান খান জানিয়েছেন, বিবদমান কাশ্মীর ইস্যুসহ ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে আগ্রহী পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য, আঞ্চলিক উন্নতিতে এবং দুই দেশের দারিদ্র্য দূর করতে ভারত ও পাকিস্তানকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তাই সবার আগে বৈঠকে বসা জরুরি। ইসলামাবাদ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে চায়। যদিও এ ব্যাপারে ভারতের তরফ থেকে কোনও বাতা পাঠানো হয়নি পাকিস্তানকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct