মার্কিন সেনেট এবার তলব করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র জুনিয়র ট্রাম্প, প্রেসিডেন্টের জামাই জ্যারেড কুশনার এবং ট্রাম্পের প্রাক্তন প্রচারসচিব পল ম্যানাফোর্টকে৷
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সম্বন্ধে জানতে এদেরকে তলব করেছে মার্কিন সিনেট। এ ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যমগুলি বলছে আগামী সপ্তাহে সিনেটের এক বিশেষ কমিটি এই তিন জনকে জিজ্ঞাসাবাদ করবে৷
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তিন জন। সিনেটের এই তলবের পরিপ্রেক্ষিতে মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটি ২৪ জুলাই কুশনারকে প্রশ্ন করতে পারে। ২৬ জুলাই, কমিটির মুখোমুখি হওয়ার কথা জুনিয়র ট্রাম্প ও ম্যানাফোর্টের৷
অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণার আগে থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া ই-মেল থেকে জানা যায়, প্রচারের সময়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে একান্তে বৈঠক করেন ট্রাম্প জুনিয়র। সিনেটের বিশেষ গোয়েন্দা কমিটি ছাড়া বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারকে পৃথকভাবে তদন্ত চালাতেও বলা হয়েছে। এ নিয়ে এর আগে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। তবে আজ তার ছেলে-জামাইকে সেনেটের তলব নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি। তবে এ দিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। এর আগেও নিজের
প্রশাসনের নানা কর্তাব্যক্তি সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct