১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে ভারতের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম দিন। কপিল দেবের নেতৃত্বে সেদিন বিশ্বকাপ ক্রিকেট জিতেছে ভারত। আর সেই মুহূর্তকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরে আরও একবার প্রথম বিশ্বকাপ জয়কে উদ্যাপন করতে শুটিং শুরু করেছেন পরিচালক কবির খান। ছবিটির নাম ‘এইটি থ্রি’। ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেট দলের অধিনায়কের ভূমিকায় পর্দায় দেখা যাবে রণবীর সিংকে। অর্থাৎ পর্দায় কপিল দেব হবেন ‘পদ্মাবত’ ছবির আলাউদ্দিন খিলজি। কপিল দেব হওয়ার জন্য রণবীর সিং চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু কপিল দেবের মতো স্বতন্ত্র ভঙ্গিতে বল করার পদ্ধতি রপ্ত করা তো আর চাট্টিখানি কথা নয়। তা অকপটে স্বীকার করলেন রণবীর সিং। একাধিকবার জানিয়েছেন, ব্যাটিং পারছেন, কিন্তু বোলিং পারছেন না। এত প্রস্তুতি নিয়েও নাকি কপিল দেবের মতো বল করা সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করেও না।
রণবীর আরও বলেছেন, তাঁর শরীরের গঠন কপিল দেবের মতো বল করার উপযোগী নয়। তাই শরীরের কাঠামো পরিবর্তন করার জন্য তিনি কঠোর শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন। তবুও হচ্ছে না। বাধ্য হয়ে রণবীর বলেছেন, ‘এই ছবির সবচেয়ে কঠিন অংশ কপিল দেবের মতো বল করা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct