বিশ্বের শিশুরা ২০ বছরের আগের তুলনায় এখন ভালো অবস্থায় রয়েছে। সেভ দ্য চিলড্রেন তার গ্লোবাল চাইল্ডহুড রিপোর্টে একথা উল্লেখ করে। রিপোর্টে বলা হয়, বিশ্বের বেশ কয়েকটি দেশে গত দুই দশকে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিশুদের অবস্থার উন্নতি হয়েছে। বিশ্বের ১৭৬টি দেশের মধ্যে ১৭৩টিতেই শিশুদের অবস্থা ভালো হয়েছে। শিশুদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বেসরকারি এই সংস্থাটি জানিয়েছে, অসুস্থতা, মৃত্যু, বাল্য বিয়েসহ নানা কারণে শৈশব বঞ্চিত শিশুর সংখ্যা ২০০০ সালে ছিল ৯৭ কোটি যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬৯ কোটিতে। সিয়েরালিওন, রুয়ান্ডা ও ইথিওপিয়ার মতো দেশগুলোতে গত দুই দশকে শিশুদের জীবনমানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে শিশুমৃত্যুর হারও কমেছে। সিঙ্গাপুর, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, জার্মানী, আয়ারল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া ও বেলজিয়াম তালিকার শীর্ষ ১০ দেশ যেখানে শিশুরা সবচেয়ে সুরক্ষিত। আর তালিকার সর্বনিম্ন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপালিকের অবস্থান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct