ভারতীয় সেনাবাহিনীর হয়ে কারগিল যুদ্ধ করেছিলেন মুহাম্মদ সানাউল্লাহ। অবসরের পর অসম পুলিশের সীমান্ত শাখায় এএসআই হিসেবে কাজ করছিলেন তিনি। অথচ তিনিই বিদেশি নাগরিক! প্রাক্তন এই অনারারি লেফটেন্যান্টকে জেলে পাঠানো হয়েছে। ৫২ বছর বয়সী সানাউল্লাহ অসম পুলিশের সীমান্ত শাখায় এএসআই হিসেবে সন্দেহভাজন নাগরিক ও অবৈধ অভিবাসীদের চিহ্নিত, আটক, বিতাড়নের মতো কাজ করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ তাঁকেই ‘বিদেশি নাগরিক’ হিসেবে চিহ্নিত করে জেলে পাঠানো হলো। ফরেনার্স ট্রাইব্যুনালের বিচারক সানাউল্লাহকে বিদেশি হিসেবে চিহ্নিত করেন। এই রায়ের পরই আসাম বর্ডার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। তাঁকে বিদেশি বা অবৈধ অভিবাসীদের বন্দিশিবিরে রাখা হয়। রায়ের বিরুদ্ধে সানাউল্লাহর পরিবার গুয়াহাটির হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সানাউল্লাহর জন্ম অসমে ১৯৬৭ সালে। ২০ বছর বয়সে ১৯৮৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ৩০ বছর সেনাবাহিনীতে কাজ করেন। ২০১৭ সালে অবসরে যান। অবসরের পর যোগ দেন বর্ডার পুলিশে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct