চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের কাছে হারের পর ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ঝগড়া হয় রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের। শোনা যাচ্ছে, পেরেজের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্প্যানিশ এ ডিফেন্ডার। তার এমন হুমকিতে রিয়ালও নেমেছে নতুন ডিফেন্ডারের সন্ধানে। স্প্যানিশ রেডিও স্টেশন 'এল পারতিজাদো'র বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক মার্কা নিশ্চিত করেছে, পেরেজ-রামোসের সম্পর্কের অবনতি এই পর্যায়ে পৌঁছে গেছে যে, ক্লাবে বেশ বড় ধরনের রদবদল আসতে চলেছে। আর সভাপতির ওপর বিরক্ত খোদ অধিনায়কই ছাড়ছেন ক্লাব। রামোসের একটি উক্তিও জনসন্মুখে তুলে এনেছে, ‘আমি ক্লান্ত ও বিরক্ত।’ ২০০৫ সালে রিয়ালের জার্সি জড়ানো রামোস ক্লাবটির হয়ে ১৪ মরশুম খেলেছেন। ক্লাবের একটি সূত্র জানিয়েছে, রিয়াল ছেড়ে ইউরোপের আরেকটি বড় ক্লাবের সঙ্গে কথা বলছেন রামোস। ২০২১ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রিয়ালের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct