পবিত্র কুরআনের পাতায় মুড়ে ওষুধ বিক্রির অভিযোগ উঠলো পাকিস্তানে।সেখানকার এক হিন্দু ধর্মাবলম্বী পশু ডাক্তারের এমন কাজে ইসলাম ধর্মাবলম্বীরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে এ ঘটনা ঘটে। এর জেরে দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। তারা এ ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। অভিযুক্ত পশু চিকিৎসকের নাম রমেশ কুমার। তার বিরুদ্ধে স্থানীয় একটি মসজিদের ইমাম ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করেছেন। রমেশ কুমারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাকিস্তানে এ ধরনের কর্মকাণ্ডের জন্য তিন মাস থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct