বিপুল ভোটে জয়ী হয়ে দেশের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ। এনডিএ প্রার্থী কোবিন্দ হারালেন বিরোধী প্রার্থী মীরা কুমারকে৷ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের গণনাশেষে কোবিন্দ পেয়েছেন ৬৫.৬৫ শতাংশ ভোট। মীরা কুমার পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।
কোবিন্দ রাষ্ট্রপতি ভোটে জয়ী হওয়ার পর তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা নেতৃবৃন্দ৷
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হচ্ছেন সদ্য নির্বচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৫শে জুলাই দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। তাকে শপথবাক্য পাঠ করাবেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রামনাথ কোবিন্দ হবেন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি। মজার ব্যাপার হল, দেশের সবচেয়ে জনবহুল এই রাজ্যটি থেকে দেশের মোট নজন প্রধানমন্ত্রী এসেছেন - কিন্তু কোবিন্দের আগে এ রাজ্যের কেউ রাষ্ট্রপতি হননি!
মূলত দলিত কোলি সম্প্রদায়ের মানুষ রামনাথ কোবিন্দ৷ ১৯৪৫ সালের ১ অক্টোবর উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলায় একটি ছোট্ট গ্রামে রামনাথ কোবিন্দ জন্ম গ্রহণ করেন। চাষী পরিবারের সন্তান কোবিন্দ হাইস্কুল পার করে কমার্স নিয়ে স্নাতক হন। মাত্র তিন বারের চেষ্টায় রামনাথ কোবিন্দ আইএএস পরীক্ষায় পাশ করেন। কিন্তু চাকরিতে যোগ না দিয়ে সিদ্ধান্ত নেন এলএলবি করবেন। এরপর কানপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনি পড়াশুনা শেষ করে দিল্লি হাই কোর্টে কেন্দ্রীয় সরকারের উকিল পদে যোগদান করেন তিনি। সুপ্রিম কোর্টের স্টান্ডিং কাউন্সিলে ছিলেন ১৯৮০ থেকে ৯৩ সাল পর্যন্ত। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মুরারজি দেশাইয়ের ব্যক্তিগত সহকারীও ছিলেন।
কোবিন্দের রাজনীতিতে আসা বিজেপির হাত ধরে।
বিজেপি-তে যোগদান করার আগে তিনি ১৯৭৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ব্যক্তিগত সচিব বা প্রাইভেট সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।
লোকসভার ভোটে কোনও দিন না-জিতলেও রামনাথ কোবিন্দ দু'দুবার ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য হয়েছেন। ১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা বারো বছর তিনি রাজ্যসভার এমপি ছিলেন।
২০১৫ সালের ৮ অাগস্ট তাকে বিহারের রাজ্যপাল নিযুক্ত করা হয়। অার এবছর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এনডিএ-এর রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করেন। অার কোবিন্দ আরেক দলিত মীরা কুমারকে রাষ্ট্রপতি নির্বাচনেই হারিয়ে রাষ্ট্রপতি পদে অাসীন হচ্ছেন৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct