অন্য রাজ্যের জের কি এবার এ রাজ্যে? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির ব্যাপাক উত্থানে। এতদিন অন্য রাজ্যে শোনা যেত হিজাব পরিহিত মেয়েদের নানা হয়রানির কথা। সেই রেশ এসে পড়ল উত্তরবঙ্গের। এবারের নির্বাচনে উত্তরবঙ্গ সহ বাঁকুড়া পুরুলিয়ার গেরুয়া ঝড় দেখা গেছে। তারপর সেখানে সাম্প্রদায়িক বিদ্বেষ ভাবিয়ে তুলেছে সচেতন মানুষদের। এক শ্রেণীর মানুষ ভোটের ফলকে ঢাল করে অন্য সম্প্রদায়ের মানুষদেরকে হয়রানি বা কটূক্তি করতে দ্বিধাবোধ করছে না। হিজাব পরায় ২৩ বছর বয়সী ফাইনাল ইয়ারের এক মুসলিম মেডিক্যাল পড়ুয়াকে শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ গত শনিবার ১০ থেকে ১২ জন অজ্ঞাত লোক 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দিতে ২৩ বছর বয়সী ওই ছাত্রীকে হুমকি দেয়। যদিও তারা সবাই বহিরাগত বলে ছাত্রীটি জানিয়েছে।
ওই ছাত্রীটি জানিয়েছেন, শনিবার রাত ১০টা নাগাদ খাবার খেয়ে ক্যান্টিন থেকে বন্ধুদের সঙ্গে ফিরছিলাম। এসময় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। আগে কখনও ওদের আমি দেখিনি। আমরা আমাদের মতো হাঁটছিলাম।
তিনি আরো বলেন, আমি হিজাব পরে আছি দেখে ওরা আমাদের দিকে আঙুল তুলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম বলে চিৎকার করতে থাকে। এর পরে ওই ১০-১২ জন আমাদের দিকে তেড়ে আসছিল। বাঁচতে আমরা দৌঁড়ে পালাই।
তিনি আরো বলেন, আমি বরাবর হিজাব পরি। কখনো কোনো সহপাঠী কিংবা এলাকার মানুষ এ নিয়ে কোনো খারাপ চোখে দেখেনি। এই মেডিক্যাল কলেজের সবাই নিজের মতন। কেউ এসব নিয়ে কখনো প্রশ্ন তোলেনি। আমি আমার জীবনে কখনও এমন হয়রানির শিকার হইনি। কিন্তু এবারের নির্বাচনের পর এমন ঘটনা ঘটল। বাংলায় মানুষের মনে যে যেভাবে সাম্প্রদীয়ক বিদ্বেষ ঢুকে যাবে ভাবা যাচ্ছে না। তাই আতঙ্কে রয়েছি।
তার অভিযোগ, স্থানীয় থানা প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করেছিল।
পরে এফআইআর থেকে 'হুমকি' শব্দ বাদ দেওয়ার শর্তে অভিযোগ গ্রহণে রাজি হয় পুলিশ। তবে পরের দিন অবশ্য পুলিশ পূর্ণাঙ্গ অভিযোগ নিয়েছে। তবে মেডিক্যাল কলেজের চত্বরে এভাবে সাম্প্রদায়িক বিষবাষ্প ছাড়িয়ে পারে পড়ুয়াদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই খবর এ রাজ্যের মিডিয়ায় সেভাবে না বেরোলেও চেন্নাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে ফলাও করে বেরিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct