প্রাচীন কাল থেকেই শুরু বিবাহ প্রথা । সমাজে শৃঙ্খলা রক্ষায় এই প্রথা অনুসরণ করেই মহিলা-পুরুষ একত্রে বাস করে, সন্তান জন্ম দেয়। তবে বিজ্ঞান বলছে, পৃথিবীর মানুষদের মধ্যে যেসব মহিলার স্বামী-সন্তান নেই তারাই সবচেয়ে বেশি সুখী। শুধু তা-ই নয়, সন্তান পালনকারী ও বিবাহিত মহিলাদের চেয়ে অবিবাহিত মহিলারা বেশিদিন বাঁচে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের আচরণ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক পল ডোলান ‘হে ফেস্টিভ্যালে’ বক্তব্য দিতে গিয়ে বলেন, 'মানুষের সফলতা পরিমাপের জন্য প্রথাগত যে উপায়গুলো রয়েছে, সেগুলোর সঙ্গে সুখের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে সন্তান লালন-পালন ও বিয়ের সঙ্গে।বিবাহিত মানুষরা শুধু তখনই সুখী যখন তাদের সঙ্গীরা ঘরে থাকে। কিন্তু যখন সঙ্গী কাছে না থাকে তখন তার জীবনটা দুর্বিসহ।' বিবাহের দ্বারা শুধু পুরুষরাই উপকৃত হচ্ছে বলে জানান তিনি, ' কেননা, এর দ্বারা পুরুষ শান্ত ও স্থির থাকে। এতে তার ঝুঁকি কম। কর্মক্ষেত্রে তার আয়ও বেশি। এর ফলে তারা একটু বেশি দিন বাঁচে।অন্যদিকে, বিবাহিত মহিলাকে তার সঙ্গীকে বিভিন্নভাবে সেবা বা সঙ্গ দিয়ে যেতে হয়। এ কারণে অবিবাহিত মহিলার তুলনায় সে বাঁচেও কম দিন। সবচেয়ে সুখী এবং সুস্বাস্থ্যবান মহিলা হচ্ছে তারাই, যারা বিয়ে করে না এবং সন্তান জন্ম দেয় না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct