গত বছরের আগস্টে আর্টিস্ট ফোরামের ধর্মঘটের কারণে সব কটি টিভি চ্যানেলে বাংলা সিরিয়ালের নতুন পর্ব প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য উদ্যোগ নিতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর ফলে ২৩ আগস্ট নবান্নে বাংলা টিভি চ্যানেলের মেগা সিরিয়ালের সঙ্গে যুক্ত সব পক্ষের প্রতিনিধিদের পাশে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । ওই সময় সেই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। কিন্তু নয় মাসেও অনেক প্রযোজক ও টিভি চ্যানেল সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। ফলে, কলকাতার টিভি চ্যানেলগুলোয় আবারও বাংলা সিরিয়াল বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ‘আমি সিরাজের বেগম’, ‘জয় বাবা লোকনাথ’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, ‘খনার বচন’ ও ‘প্রথম প্রতিশ্রুতি’র ইউনিটে যে শিল্পী ও টেকনিশিয়ানরা কাজ করেছেন , তাঁরা সিরিয়ালগুলোর প্রযোজক রানা সরকার আর তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কাছ থেকে তাঁদের পারিশ্রমিকের টাকা পাননি। এমনকি এর আগে নিয়ম অনুযায়ী সবার পারিশ্রমিক থেকে কর বাবদ যে অর্থ কেটে নেওয়া হয়, সে–সংক্রান্ত কোনো কাগজও (টিডিএস সার্টিফিকেট) তাঁদের দেওয়া হয়নি। জানা গিয়েছে, এই পাঁচটি সিরিয়াল থেকে শিল্পীদের বকেয়া প্রায় তিন কোটি টাকা আর টেকনিশিয়ানদের পাঁচ কোটি রুপি। এই বকেয়া পারিশ্রমিকের কারণেই গত এপ্রিল থেকে বন্ধ রয়েছে ‘খনার বচন‘, ‘জয় বাবা লোকনাথ’ আর ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালের কাজ। ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ সিরিয়ালের কাজও আগামী কয়েক দিনের মধ্যে বন্ধ হবে।