লোকসভা নির্বাচনে এক তরফা জয় পেয়ে আবারও সরকার গঠন করতে চলেছে বিজেপি। পশ্চিবঙ্গে বাম ও তৃণমূল কংগ্রেস আগের চেয়ে খারাপ ফল করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেকেরা বলছেন, মমতা এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল। আর এতে দারুণ খুশি বাংলাদেশ। কারণ, তৃণমূলের অজস্র আসন হারানোর ফলে পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষ আমল না দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বাংলাদেশের সঙ্গে তিস্তার জলবন্টন চুক্তির পথ সহজ হয়ে যেতে পারে। এ বিষয়ে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, 'নরেন্দ্র মোদীর শাসনকালে দীর্ঘদিন ঝুলে থাকা সমস্যা ছিটমহল, সমুদ্র সীমানার সমাধান হয়েছে। আমরা এখন আগ্রহের সঙ্গে তাকিয়ে আছি তিস্তা চুক্তির দিকে। তিস্তাসহ দুই দেশের মধ্যে থাকা সমস্যাগুলো যৌক্তিক সমাধান এবার হবে বলে আমরা আশাবাদি।'রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বলেন, 'মমতাকে এখন নিজের ঘর সামলাতে হবে। তিস্তা চুক্তি নিয়ে তিনি এখন কোনো চিন্তা করবেন বলে মনে হয় না। সামনের বিধানসভা নির্বাচনে টিকবেন কিনা তাও তো তিনি জানেন না। বিধানসভা নিয়েও তার মধ্যে একটা আতঙ্ক থাকবে। ফলে তিনি এখন এমন কিছু করবেন না যাতে তার জনপ্রিয়তা কমে যাওয়ার আশঙ্কা থাকে।'আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিস্তা চুক্তির সম্ভাবনা খুব কম। বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসে তখন চুক্তির সম্ভাবনা বাড়তে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct