পৃথিবীজুড়ে প্রতিবছর বিষধর সাপের কামড়ে কমপক্ষে ৮০ হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এর বাইরে চার লক্ষ লোক প্রতিবন্ধীত্ব বরণ করেন সাপের কামড়ে। ডাব্লিউএইচও বলছে, প্রতিবছর ১ লক্ষ ৮০ হাজার থেকে ২ লাখ ৭০ হাজারের মতো মানুষ সাপের কামড় খেয়ে থাকেন। এর মধ্যে ৮০ হাজার থেকে ১ লক্ষ ৩৮ হাজার জনের মৃত্যু হিসাব বিভিন্ন পরিসংখ্যানে পাওয়া যায়। তবে সঠিক হিসাবে এই সংখ্যা অনেক বেশি বলেই মনে করছে ডাব্লিউএইচও। আর চিকিৎসা ও অ্যান্টি-ভেনমের অভাবে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা উন্নয়নশীল দেশগুলোতেই বেশি। ডয়চে ভেলে
সাপের কামড়ে মৃত্যু ও প্রতিবন্ধিত্ব কমিয়ে আনতে ২০৩০ পর্যন্ত মেয়াদে একটি পরিকল্পনা হাতে নিয়েছে ডাব্লিউএইচও। পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে, অ্যান্টি- ভেনম ও আনুষঙ্গিক চিকিৎসায় মানুষের জন্য নিরাপদ, কার্যকর ও সহজলভ্য অভিগম্যতা নিশ্চিত করা। এতে অ্যান্টি- ভেনম উৎপাদন ও সরবরাহকে প্রাধান্য দেওয়া হবে, বলা হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct