অবশেষে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন আনতে চলেছে চীন। অবিশ্বাস্য গতির ভাসমান বুলেট ট্রেন আনতে তারা।যার সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৬০০ কিলোমিটার। অর্থাৎ, প্লেনের চেয়েও দ্রুতগতিসম্পন্ন ট্রেন। প্রোটোটাইপ বডির এ ম্যাগনেটিক ট্রেনকে বলা হয় ম্যাগলেভ। চীনের রাষ্ট্রীয় কোম্পানি চীন রেলওয়ে রোলিং স্টক এটি তৈরি করছে। বিশ্বের সবচেয়ে বড় ট্রানজিট উপকরণ প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটি ট্রেনটি চলতি বছরের দ্বিতীয় ভাগে চালু করতে পারে। চীনের তৈরি নতুন ম্যাগলেভ ট্রেনের আসন উদাহরণ হিসেবে বলা হচ্ছে, বেইজিং থেকে সাংহাই যেতে বিমানে লাগে সাড়ে ৪ ঘণ্টা। হাইস্পিড ট্রেনে সময় লাগে সাড়ে ৫ ঘণ্টা । সেখানে নতুন ম্যাগলেভে লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। ম্যাগলেভ ট্রেনে ম্যাগনেটিং যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা ট্রেনকে মাটি থেকে উপরে রেখে এগিয়ে নিয়ে যাবে।