দেশের অধিকাংশ মহিলা-পুরুষ টয়লেট ব্যবহারের পর হাত ধোয় না বলে এক সমীক্ষায় উঠে এসেছে। ক'দিন আগে এক লাখ মানুষের ওপর একটি সমীক্ষা চালায় একটি সাবান কোম্পানি। সেখানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর সমীক্ষা। জানা গিয়েছে ওই সমীক্ষায়, দেশের ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ মহিলা টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত না ধুয়ে তারা নিজেদের পোশাকে হাত মুছে নেন। সমীক্ষায় বেশ কয়েকটি টয়লেটে বসানো ক্যামেরায় দেখা গিয়েছে, বেশিরভাগ মহিলা-পুরুষই টয়লেট থেকে বের হয়ে ঠিকভাবে হাত না ধুয়ে সোজা বেরিয়ে যান। এদিকে টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কারে অনীহার এমন ভয়াবহ চিত্র দেখে এক খাদ্য নির্মাণকারী সংস্থা টয়লেটে ক্যামেরা লাগানোর কথা চিন্তা করেছে। তারা জানিয়েছে, স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য টয়লেট থেকে বেরিয়ে হাত ধোয়া আবশ্যক। কারণ খাবারের সঙ্গে অনেক মানুষের জীবন জড়িত থাকে। তাদের হাতে খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ুক এমনটি তারা চান না।