দেশজুড়ে বিজেপির মহাজোট গঠনের তদবির করেছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু নিজের রাজ্যই বাঁচাতে পারলেন তেলুগু দেশম পার্টির প্রধান। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। লোকসভার সঙ্গে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোটে একেবারে ধরাশায়ী হলেন নাইডু। প্রাথমিক ভোটপ্রবণতায় স্পষ্ট, জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস বিজয়ী হল। ১৪৫টি আসন পায় ওয়াইএসআর কংগ্রেস। আর চন্দ্রবাবু টিডিপি ২৯টি আসন। ১টি আসনে এগিয়ে কন্নড় সুপারস্টার পবন কল্যাণের জনসেনা পার্টি। লোকসভার ফলে তো আরও করুণ দশা চন্দ্রবাবুর। রাজ্যের ২৫টি আসনের মধ্যে ২৫টিতেই এগিয়ে ওয়াইএসআর কংগ্রেস। ভোটপ্রবণতায় পরাজয় নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন চন্দ্রবাবু নাইডু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct