এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আরও ভরাডুবি হলো বামদের। এবার যেন তাদের অস্তিত্ব নিশ্চিহেৃর পথে। কারণ ২০১১ সালে বাম রাজত্বের পতনের পর ২০১৪ সাল অর্থাৎ গত লোকসভা নির্বাচনে দুটি আসন পেয়েছিল বামরা। এবারের নির্বাচনে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এবার বামরা একটি আসনও পায়নি। গণনা শুরু হওয়ার পর ঘণ্টা পেরুতেই মোটামুটি স্পষ্ট ভোটের ট্রেন্ড৷ বাংলা থেকে আক্ষরিক অর্থে মুছে যেতে চলেছে বামেদের নাম ও চিহ্ন৷ বামেদের ভোট শেয়ার শূন্য৷ গোটা রাজ্যে শুধু সিপিআইএম পেয়েছে ৪.৩৬ শতাংশ ভোট৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct