শেষ পযন্ত জাপানে ১৪ ডিজিটের নতুন এক হাজার কোটি ফোন নাম্বার বানানোর পরিকল্পনা করছে তাদের যোগাযোগ মন্ত্রণালয়। ২০২২ সালের মধ্যে দেশটির ১১ ডিজিটের নাম্বারগুলো ফুরিয়ে যেতে পারে বলে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ইতোমধ্যেই দেশটির মূল তিন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সাল শেষ হওয়ার আগেই নতুন নাম্বার আনা হতে পারে। নতুন এক হাজার কোটি নাম্বার শুরু হবে ‘০২০’ দিয়ে, বর্তমানে এটি ইন্টারনেট অফ থিংস শ্রেণিভূক্ত ডিভাইসের জন্য ব্যবহার করে জাপান। ২০১৭ সালের শেষ দিকে ০২০ সিরিজ চালুর পর ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এই সিরিজের আট কোটি নাম্বারের মধ্যে ইতোমধ্যে ৩.২৬ কোটি নাম্বার নিবন্ধিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct