গত চার বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে ইয়েমেনের প্রায় ১০২৪টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া এতে ধ্বংস হয়েছে অসংখ্য কোরআন শরীফ। হুথি আনসারুল্লাহ আন্দোলন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। আনসারুল্লাহ হুথির পররাষ্ট্র বিষয়ক দায়িত্বশীল আদনান ক্বাফলা ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীতে বলেন, 'সৌদির হামলায় ধ্বংস হওয়া অনেক মসজিদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা ও ইসলামের গুরুত্বপূর্ণ ইমামগণ প্রতিষ্ঠা করেন। সৌদি জোটের বোমা বিস্ফোরণে অসংখ্য কোরআনের কপিও ধ্বংস হয়ে গিয়েছে।'জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি জোটের আগ্রাসনে ২কোটির বেশি ইয়েমেনি চরম খাদ্য সংকটে ভুগছে। এছাড়া দেশটির ৮৪ লাখ মানুষ চরম দারিদ্র ঝুঁকিতে রয়েছে। অসংখ্য স্থাপনা, অবকাঠামো, ঘর-বাড়ি, হাসপাতাল, স্কুল এবং কল-কারখানা ধ্বংস হয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct