ইংল্যান্ডে আয়োজিত হতে চলা ক্রিকেট বিশ্বকাপকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে টিভি সম্প্রচারে নতুনত্ব আনতে চলেছে আইসিসি। যার বেশিরভাগ জুড়েই রয়েছে অত্যাধুনিক ক্যামেরার ব্যবহার। পাশাপাশি থাকছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্বকাপ প্রচারের পরিকল্পনা। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে হওয়া ১০টি প্রস্তুতি ম্যাচও টিভিতে দেখানোর। এছাড়া বিশ্বকাপের প্রতি ম্যাচে কমপক্ষে ৩২টি করে ক্যামেরা রাখার কথা জানিয়েছে তারা। যার মধ্যে থাকছে ৮টি আলট্রা মোশন হক আই ক্যামেরা, ফ্রন্ট এন্ড রিভার্স ভিউ স্টাম্প ক্যামেরা এবং স্পাইডার ক্যামেরা। এবারই প্রথমবারের মতো ৩৬০ ডিগ্রি ভিডিও রিপ্লের ব্যবস্থা করছে আইসিসি। যা বিশ্বকাপের উত্তেজনাকর মুহূর্তগুলোকে করে তুলবে আরও প্রাণবন্ত। ব্যাটক্যামের দেওয়া ড্রোন ক্যামেরাও ঘুরবে পুরো বিশ্বকাপের সবগুলো ম্যাচেই। সম্প্রচারের কাজে আইসিসির সার্বিক সহায়তায় থাকছে সানসেট এবং ভাইন কোম্পানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct