ইরানের ওপর হামলা সাহায্য করতে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাদের সমুদ্রসীমায় মার্কিন সেনা মোতায়েন ও সামরিক স্থাপনার অনুমোদন দিয়েছে। সৌদি আরবের শীর্ষস্থানীয় গণমাধ্যগুলো জানায়, ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে আমেরিকা যে কয়েকটি আরব দেশের সমুদ্রসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল, সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ তার অনুমোদন দিয়েছে। সৌদির প্রথমসারীর আরবি দৈনিক আশ-শারকুল আওসাত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানায়,উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল, যেটিতে সৌদি আরবও অন্তর্ভুক্ত, উপসাগরীয় সীমান্তে সেনা মোতায়েন এবং এর ঘাটিসমূহ নিয়মিত ব্যব্হার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে। আরবদেশগুলোর বিরুদ্ধে ইরানের অব্যাহত ষড়যন্ত্র এবং মধ্যপ্রাচ্যে অশান্তি রোধে মাকিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি হিসেবে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। এ যৌথ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে ইরানের সব অপচেষ্টা নস্যাৎ হবে বলে দাবি করা হয় দেশটির পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct