রমজান মাসের শুরু থেকে ইংল্যান্ডের ইসলামি ও মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের রপ্তানিকৃত খেজুর বয়কটের আহ্বান জানিয়ে ক্যাম্পেইন শুরু করেছে। লন্ডনে ইসলামী মানবাধিকার কমিশনের প্রধান মাসুদ সাজারা বলেন, ইহুদিবাদী ইসরাইল মোট ১৫১ মিলিয়ন পাউন্ড খেজুর রপ্তানি করেছে। এরমধ্যে ২৩ মিলিয়ন পাউন্ড খেজুর শুধুমাত্র ইংল্যান্ডেই আসছে। এসব খেজুর সেই জমির গাছ থেকে সংগ্রহণ করা হচ্ছে, যে জমি ও গাছ জোরপূর্বক ফিলিস্তিনিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা ইংল্যান্ডের মুসলমানদের কাছে ইসরাইলের রপ্তানিকৃত খেজুর বয়কট করে, শুধুমাত্র ফিলিস্তিনিদের খেজুর ক্রয় করতে আহ্বান জানাচ্ছি।' জানা গিয়েছে, ফিলিস্তিনিদের কাছ থেকে জোরপূর্বক যে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে ৬০ শতাংশ খেজুর রপ্তানি করা হয়। এসব খেজুর বাগানের পরিচর্যা করার জন্য কম মজুরিতে ফিলিস্তিনের দরিদ্রদের কাজে লাগানো হয়। এমনকি খেজুর সংগ্রহের জন্য শিশুদেরও ব্যবহার করে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct