মোবাইলের গোপন পাসওয়ার্ড না দেওয়ায় স্ত্রীকে অ্যাসিডে পুড়িয়ে মারল স্বামী। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমির শাহীতে। পরে ওই স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আবু ধাবির একটি আদালত। জানা গিয়েছে, ওই স্বামী তার স্ত্রীকে পরকীয়া সম্পর্কের সন্দেহ করছিল। তাই মোবাইলের পাসওয়ার্ড চেয়েছিল। কিন্তু তা দিতে অস্বীকার করেন। আর তাতেই ঘটে যায় অঘটন। আদালতের নথি থেকে জানা যায়, ওই দম্পতির ১৭ বছর আগে বিয়ে হয়েছিল এবং তাদের ছয়টি সন্তান রয়েছে, যাদের বয়স ৩ থেকে ১৬ বছর। ওই মহিলা তালাকের দরখাস্ত করলে তার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকীয়ার সন্দেহ করেন এবং তাকে হত্যার পরিকল্পনা করেন। ওই দম্পতির ১৬ বছর বয়সী সবচেয়ে বড় ছেলে জবানবন্দিতে জানায়, তাদের বাবা ওই দিন একটি কালো ব্যাগ নিয়ে বাড়িতে আসেন এবং তাদের মায়ের কাছে মোবাইল ফোনের পাসওয়ার্ড চান। তিনি তা দিতে অস্বীকার করলে বাবা মারাত্মক রাগান্বিত হয়ে যান এবং কালো ব্যাগ থেকে এসিডের বোতল বের করেন। পরে তার মায়ের মুখে অ্যসিড ঢেলে দেন। অ্যসিডে আক্রান্ত তাদের মা যখন যন্ত্রণায় ছটফট করছিলেন তখন তাদের বাবা বের হয়ে গাড়ি চালিয়ে চলে যান। অ্যাসিড আক্রান্ত মা তাদের ঠাণ্ডা জল দিয়ে আক্রান্ত স্থান ধুইতে বলে। এক পর্যায়ে তাদের হাতের উপরই তাদের মায়ের মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct