বাংলাদেশে আশ্রিত আড়াই লাখ রোহিঙ্গাকে প্রথমবারের মতো নিবন্ধিত করে তাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে বলে জানাল জাতিসংঘ। এর ফলে তারা ভবিষ্যতে মায়ানমারে ফিরে যাওয়ার অধিকারের একটি প্রমাণ বলেও মনে করে জাতিসংঘ। জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর আরও জানায়, এর পাশাপাশি এই পরিচয়পত্রটি মানবপাচার রোধ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করা যাবে। জেনেভায় সাংবাদিকদের ইউএনএইচসিআর মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক বলেন, ‘বাংলাদেশ ও ইউএনএইচসিআর যৌথভাবে মায়ানমার থেকে পালিয়ে আসা ২ লক্ষ ৭০ হাজার ৩৪৮ রোহিঙ্গা শরণার্থী অথবা ৬০ হাজার রোহিঙ্গা পরিবারের নিবন্ধন করেছে এবং তাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে। এছাড়া, প্রতিদিন ৪ হাজার রোহিঙ্গাকে এর আওতায় আনা হয়েছে। এই নিবন্ধনকরণ ২০১৮ সালের জুন মাসে শুরু হয়। ভবিষ্যতে এটি তাদের মিয়ানমারে ফিরতে কাজে লাগবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct