আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে তালিবানদের যে ভ্রমণ খরচ হয়েছে, তা পরিশোধ করার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প সরকার। তবে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিল কমিটির পক্ষ থেকে জঙ্গিগোষ্ঠীর থাকা-খাওয়ার খরচ বহন করার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সন্ত্রাসীদের সমর্থন করার অভিযোগ উঠতে পারে ভেবে পেন্টাগন এই অনুরোধ নাকচ করেছে । পেন্টাগন সূত্র নিশ্চিত করেছে, তারা শান্তি আলোচনা সহজতর করতে কর্তৃপক্ষকে তহবিল ব্যবহার করার অনুরোধ করেছে। ২০১৮ সালের অক্টোবরের পর যুক্তরাষ্ট্র ও তালিবান প্রতিনিধিরা মোট ছয় দফায় আলোচনায় বসেছেন। আফগানিস্তান থেকে মার্কিনদের নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে কাতারের রাজধানী দোহায় এ বৈঠক হয়। যে তহবিলের জন্য অনুরোধ জানিয়েছে, এর কিছুটা বিবরণ দিয়েছেন ইন্ডিয়ানার প্রতিনিধি পিটার ভিসক্লোস্কির মুখপাত্র কেভিন স্পাইসার পেন্টাগন। সেখানে তালিবান নেতাদের আলোচনায় অংশ নেওয়া, খাবার, বাসস্থান ও যাতায়াত ব্যবস্থার যাবতীয় খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পাইসার বলেন, ২০২০ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিবান সদস্যদের বিভিন্ন সমন্বয় কার্যক্রমসহ আনুষঙ্গিক সরঞ্জামাদির সহায়তার অনুরোধ জানানো হয়েছে। ২০১৯ সালের মার্চ মাসে কমিটির কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে ২০১৯ অর্থবছরের তহবিল থেকেও ওই একই খাতে অর্থ ব্যবহার করতে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct