চলমান সপ্তদশ লোকসভা নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী বিহারের রমেশ কুমার শর্মা (৬৩)। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমান শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১,১০৭ কোটি টাকা। বিহারের পালিতপুরা লোকসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমেশ কুমার। শেষ ধাপে ১৯ মে দেশে যে ৫৯ টি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে তার মধ্যে অন্যতম এই পালিতপুরা লোকসভা কেন্দ্র। তার প্রধান প্রতিপক্ষ বিজেপির বর্তমান সাংসদ রাম কৃপাল যাদব ও রাষ্ট্রীয় জনতা দল প্রার্থী মিশা ভারতী (লালু প্রসাদের কন্যা)। রমেশের সম্পদের বেশিরভাগটাই রয়েছে মুম্বাইয়ে কৃষিজমিতে। পেশায় চার্টার্ড ইঞ্জিনিয়ার রমেশ একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০১৯ সালে আর্থিক বছরে চাকরি থেকে তার আয় ৫.৮১ লাখ টাকা, ২০১৮ সালে ৫.৯৩ লাখ, ২০১৭ সালে ৬.৯৫ লাখ, ২০১৬ সালে ৪.৬৫ লাখ এবং ২০১৫ সালে ৪.৭৮ লাখ রুপি। তার ১,১০৭ কোটি সম্পদের মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭.০৮ কোটি টাকা, আর স্থাবর সম্পত্তির পরিমাণ ১,১০০ কোটি টাকা। অস্থাবর সম্পত্তি হিসাবে রমেশের হলফনামা অনুয়ায়ী নগদ অর্থ ৫৫ হাজার টাকা, ব্যাঙ্কে জমাকৃত অর্থ ১৪,৯৪৩ টাকা, স্থায়ী আমানত ১,৭৩ লাখ টাকা, ইক্যুইটি শেয়ার ২.৫ কোটি ৩.৫ কোটি রুপির মিউচ্যুয়াল ফান্ড। স্থাবর সম্পদের মধ্যে মুম্বাইয়ে রয়েছে প্রায় ৩৭ একরের কৃষি জমি। চাকরি থেকে রমেশের স্বল্প উপার্জনের কথা মাথায় রেখে অনেকই হয়তো ভাবতে পারেন যে তিনি হয়তো উত্তরাধিকার সূত্রে এই বিশাল পরিমাণ জমি পেয়েছেন কিন্তু আদৌ তা নয়। ৩৬.৯০ একর কৃষি জমির মধ্যে ৫.৪০ একর জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন রমেশ বাকী ৩১.৫০ একর জমি সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় একটু একটু করে তৈরি করেছেন তিনি। হলফনামা অনুযায়ী, ১৯৯৭ থেকে ২০০২ সালের মধ্যে ১.৩১ কোটি টাকা দিয়ে এই বিপুল পরিমাণ জমি কেনে রমেশ। বর্তমানে যার বাজারমূল্য ১,০৭২ কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct